JahidMonir

মোটরসাইকেল চলতে চলতে বন্ধ সমাধান

চলতে চলতে বন্ধ-১
মোটরসাইকেল নতুন বা পুরাতন যে ব্রান্ডের হোক না কেন সমস্যা থাকবেই।
চলতে চলতে পথে হয়ে যায় বন্ধ। অনেক চেস্টা কসরত লাভ হয় না সব বিফল।
কি করবেন যদি এমন হয়ঃ
১. ফুয়েল আছে কিনা চেক করুন
২. ফুয়েল লাইনে তেল যায় কিনা চেক করুন
৩. কেরসিন গন্ধ কিনা চেক করুন
৪. পানি মিশেছে কিনা দেখুন
৫. কারবুরেটরের ময়লা তেল ফেলে দিন
৬. স্পার্ক প্লাগ পরিস্কার করুন
৭. চাবিটা অন হয়েছে কি ঠিকমতো
৮. ঠান্ডা ইঞ্জিন হলে চোক ধরলে দ্রুত স্টার্ট নেয়।
৯. ফুয়েল ট্যাংক এর ভ্যান্টিলেশন ঠিক আছে কিনা দেখুন।
১০. এয়ার ফিল্টার চেক করুন।
এবার এগুলো চেক করে ঠিক থাকলে স্টার্ট দিন চালু হবে ইনশাআল্লাহ।

Previous
Next Post »